বীর মুক্তিযোদ্ধা পুলিশদের সম্মাননা প্রদান

2
সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করছেন পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ।

স্টাফ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বীর মুক্তিযোদ্ধা পুলিশদের সম্মাননা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১৮ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে নগরীর পুলিশ লাইন্স কনফারেন্স হলে পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা পুলিশদেরকে এ সম্মাননা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত এএসআই(নিঃ) বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক মিয়া, অবসরপ্রাপ্ত এএসআই(সঃ) বীর মুক্তিযোদ্ধা জনাব মৃণাল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত পুলিশ কনস্টেবল গিরীন্দ্র চক্রবর্তী, অবসর প্রাপ্ত পুলিশ কনস্টেবল বীর মুক্তিযোদ্ধা জিতেন্দ্র মোহন দাস, অবসর প্রাপ্ত পুলিশ কনস্টেবল বীর মুক্তিযোদ্ধা মোঃ জমির আহমেদ, অবসরপ্রাপ্ত এএসআই (সঃ) বীর মুক্তিযোদ্ধা জ্ঞান রঞ্জন সরকার, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত এএসআই (নিঃ) মোঃ আব্দুল কালাম ভূইঁয়া, অবসরপ্রাপ্ত এসআই(সঃ) বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ হিবজুর রহমান, অবসরপ্রাপ্ত এসআই(নিঃ) বীর মুক্তিযোদ্ধা মোঃ ইরাজ উদ্দিন, অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল বীর মুক্তিযোদ্ধা জনাব সঞ্জয় মোহন দাস, অবসরপ্রাপ্ত এসআই(নিঃ), বীর মুক্তিযোদ্ধা জনাব জগদীশ চন্দ্র দাস, অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল বীর মুক্তিযোদ্ধা মোঃ কুটন আলী ।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও ফোর্সগণ।