জমির আহমদ উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস পালন ও স্মরণ সভা

19

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ ও তাদের পরিবারের সদস্যদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওসমানীনগরের ছোট ধিরারাই শরিষপুর গ্রামের কৃতি ব্যক্তিত্ব মরহুম আলহাজ¦ জমির আহমদের প্রতিষ্ঠিত ওসমানীনগর ও বিশ্বনাথের সীমান্তবর্তী কাইয়াকাইড় নতুন বাজার জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় র‌্যালী ও আলোচনা সভা। বিজয় দিবসের আলোচনা সভা পরবর্তী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জমির আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ^নাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া ও প্রধান বক্তা ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম সুয়েব। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত শহিদ মিনারে মুক্তিযুদ্ধে বীর শহিদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর অনুষ্ঠিত বিজয় দিবস ও মরহুম জমির আহমদ স্মরণে পৃথক পৃথক সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মরহুম জমির আহমদের পুত্র শিক্ষানুরাগী মো: মঞ্জুর আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আনা মিয়া, হৃদয় গহীনে জমির আহমদ বইয়ের সম্পাদক সিনিয়র শিক্ষক শাহী মো: গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেব। সভা পরবর্তী মরহুম জমির আহমদ স্মরণে প্রকাশিত হৃদয় গহীনে জমির আহমদ বইয়ের মোড়ক উদ্বোধন করেন অতিথিরা। বিদ্যালয়ের শিক্ষক নাজমুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী সুহেনা বেগম, ছাদিয়া বেগম, পুষ্প জান্নাত প্রভা, মিলি বেগম রিমা, তামজিদা বিনতে মোস্তফা, তানজিনা বেগম, রাইসুল ইসলাম মৃন্ময়।
শোক সভা ও মিলাদ মাহফিল শেষে বঙ্গবন্ধু ও মরহুম জমির আহদ এবং স্বাধীনতা যুদ্ধে সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে শিরণী বিতরণ ও মরহুমের বাড়িতে অনুষ্ঠিত মেজবানীতে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি পেশার লোকজনসহ সুশীল সমাজে প্রতিনিধিরা।