খোকা আর এলো না

7

কামরুন্নাহার বর্ষা :

বিজয় তো বছর ঘুরে ফিরে আসে
কিন্তু খোকা আর এলো না ফিরে ঘরে,
স্মৃতিগুলো মায়ের চোখে অশ্রু হয়ে ঝরে।

কষ্ট গুলো দ্বিগুন থেকে দ্বিগুন শুধু বাড়ে
খোকা আবার আসুক ফিরে মায়ের মনটা কাড়ে,
আসুক তবে বিজয় হাতে নিশান টুকু উড়ে।

বিজয় এলে মায়ের চোখে খোকার ছবি ভাসে
একাত্তরের ইতিহাস আবার বাংলায় ফিরে আসে,
বিজয়টাকে খোকা ভেবে মা করুন চোখে হাসে।