ওরা একদিন

3

ইদি আমিন :

আজো বসে ভাবেন এক হতভাগ্য মা।
হয়তো ফিরে আসবে, তাহাঁর হারাধন,
আঁচলে চোখের জল মুছেন সারাক্ষণ।

আজো পথপানে চেয়ে ছোটবোন।
ভাইজান আসবেন আলতা চুরি ফিতা নিয়ে,
সাজতে হবে ফালগুন মাসে বড় বুবুর বিয়ে।

আজো অপেক্ষায় রুমানা!
স্বামী আসবে——
সেই অপেক্ষায় আর কতো নিশি
কাঁদিয়া-কাটিয়া বুক ভাসবে।

দিন কেটেছে, কেটেছে অনেক গুলো বছর,
ওরা কে কোথায় আছে, নেই কোনো তার খবর ?

ওরা একদিন স্বাধীনতার জন্য
ওরা একদিক দেশেরটানে
হাতে নিয়েছিল অস্ত্র তুলে,
১৯৭১
ওরা একদিন সংসার, ভালোবাসা—-
স্বজন পরিজন গিয়েছিল ভুলে।

হে স্বাধীনতা! রক্তেমাখা যে ইতিহাস
সেখানে নেই তাদের নাম,
স্বাধীনতা পেয়েছি মোরা
অগুনিত শহীদ দিয়ে গেছেন জীবন দিয়ে দাম।