বিজয়ের গান

8

দিয়া রায় চম্পা :

আমি আবারও গাইতে এসেছি,
সেই মহান বিজয়ের গান।
যেই বিজয় এসেছিলো দীর্ঘ নয় মাসের
প্রতীক্ষিত কঠোর সাধনার পর।
যার দাম দিতে হয়েছিলো,
বুকের টকটকে তাজা লাল রক্ত।
ভাঙতে দিতে হয়েছিলো,
সাজানো গোছানো স্বপ্নের সংসার,
জ্বলতে দিতে হয়েছিলো ভিটেমাটি ঘর।

আমি আবারও গাইতে এসেছি,
সেই মহান বিজয়ের গান।
যাকে পাওয়ার জন্য নয়টি মাস ধরে-
চাতক পাখীর মতো হা করে চেয়েছিলো,
বাংলার সাত কোটি নিরহ জনতা।
হারাতে হয়েছিলো নিষ্পাপ মা-বোনদের সম্ভ্রম,
আর সহ্য করতে হয়েছিলো-
শকুনদের দেওয়া নিদারুণ বর্বরতা।
আমি আবারও গাইতে এসেছি,
সেই মহান বিজয়ের গান।
যে বিজয় আজ,
সতেরো কোটি বাঙালির স্বস্তির নিঃশ্বাস,
যাকে পাওয়ার জন্য বারুদের গন্ধে মাখা
আধখানা রুটি সেঁকে খেয়ে,
বাংলার দামাল ছেলেদেরকে রৌদ্রে পুডে ছাই হয়ে,
সময়ে অসময়ে বৃষ্টিতে ভিজে-
লড়তে হয়েছিলো টানা নয় নয়টি মাস।

আমি আবারও গাইতে এসেছি,
সেই মহান বিজয়ের গান।
যে বিজয় দিয়েছে নতুন করে বাঁচার ঘ্রাণ,
শেষ হবে না শেষ হবে না কখনোই ,
তাদের প্রতি শ্রদ্ধা ,ভক্তি ও সম্মান।
যারা প্রাণের বিনিময়ে করে গেছে,
স্বাধীন বাংলাদেশ নামক একটি রাষ্ট্র দান।