জগন্নাথপুরে উন্মুক্ত খালে বিষ দিয়ে মাছ নিধন, জনক্ষোভ চরমে

3

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে একটি উন্মুক্ত খালে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায় স্থানীয় জনমনে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর, যাত্রাপাশা ও শেরপুর গ্রাম এলাকায় একটি খাল রয়েছে। প্রধান সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি মইয়ার হাওর থেকে নলুয়ার হাওরে গিয়ে পড়েছে। দীর্ঘ এ খালে প্রতি বছর প্রচুর দেশীয় মাছ পাওয়া যায়। কয়েক বছর আগে এ খালটি সরকারি ভাবে ইজারা দেয়া হলেও এখন উন্মুক্ত আছে। এতে উপকৃত হচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ।
তবে ১২ ডিসেম্বর রবিবার থেকে ১৩ ডিসেম্বর সোমবার পর্যন্ত খালের সকল মাছ মরে ভেসে উঠছে দেখে হতাশ হয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। স্থানীয়দের মধ্যে অনেকে জানান, রাতের আঁধারে লুকিয়ে কেউ খালে বিষ ফেলে দিয়েছে। যে কারণে মাছ মরে ভেসে উঠেছে। বর্তমানে ভেসে উঠা মাছ পচে চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। জেনে-বুঝে কোন দুষ্টুচক্র এলাকাবাসীর এমন ক্ষতি করেছে বলে স্থানীয়রা জানান।