কানাইঘাটে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত

2

কানাইঘাট থেকে সংবাদদাতা :
ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার ডিজিটাল বাংলাদেশ দিবসের প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্টান সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানো হয়। এরপর সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলামের পরিচালনায় ডিজিটাল দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপি, সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ, দীঘিরপার ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস শুক্কর সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা বৃন্দ। জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে ডিজিটাল দিবসের আলোচনা সভায় বক্তরা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশের সূচনা করেছিলেন যার সুফল আজ মানুষ ভোগ করছেন। এখন দ্রুত সময়ের মধ্যে সব ধরনের সেবা প্রদানের পাশাপাশি আইসিটি সেক্টরে হাজার হাজার উচ্চ শিক্ষিতরা চাকরী করার পাশাপাশি এ সেক্টর থেকে দেশ কোটি কোটি টাকা উপার্জন করছে। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।