গোলাপগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

5

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ উপজেলা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস উপলক্ষে রবিবার (১২ ডিসেম্বর) র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তানের কমান্ডের যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলার পৌর শহরের গোলাপগঞ্জ চৌমুহনীতে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. গোলাম কবির। উপজেলা মুক্তিযোদ্ধ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তোতা মিয়া, জেলা আ’লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, সমবায় কর্মকর্তা ছদরুল ইসলাম, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, সমাজসেবক গোলাম রাব্বানী চৌধুরী মইন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ওয়েছুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, বীর মুক্তিযোদ্ধা হানিফ আলী, মনোয়র আলী, আবদুল জলিল, সোনা মিয়া, আবদুস শহীদ মতি, গোলাম মোহাম্মদ, আবদুল কাদির, আফতাব আলী, সুরমান আলী, সৈয়দ নুরুল ইসলাম, ওয়ারিছ আলী, আব্দুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – জেলা সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা সন্তান কমান্ডের সভাপতি মোঃ মঞ্জিল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, সাংবাদিক আবু বক্কর ছিদ্দিক জীবন, মনজুর আহমদ প্রমুখ।