দলদলি চা বাগানে ২য় পঞ্চায়েত ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

8

মহান বিজয়ের মাস উপলক্ষে ২য় পঞ্চায়েত ফুটবল টুর্ণামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
দলদলি যুব সংঘের আয়োজনে শুক্রবার (১০ ডিসেম্বর) নগরীর শাহী ঈদগাহ দলদলি চা বাগান খেলার মাঠে উক্ত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট এইচ. এম. জাফর চৌধুরী বুলবুল ও দলদলি যুব সংঘের সাংগঠনিক সম্পাদক বিকাশ রঞ্জন মুন্ডার পরিচালনায় অনুষ্ঠনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দলদলি যুব সংঘের সভাপতি মনোরঞ্জন দাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া অনুরাগী রিংকু তালুকদার, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তোফায়েল আহমদ তালুকদার, লাক্কাতুরা চা বাগানের দলদলি ডিভিশনের সহ-ব্যবস্থাপক মোঃ জিলকার চৌধুরী, অনুশীলন একাডেমীর পরিচালক শিশির সরকার, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, ৬নং টুকের বাজার ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম চৌধুরী খালেদ, ৭.৮ ও ৯নং ইউ/পি সদস্য দিপালী গোয়ালা, দলদলি চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টু দাস, সাধারণ সম্পাদক উপেন্দ্র দাস, বিশিষ্ট ব্যবসায়ী গৌতম দাস, দলদলি যুব সংঘের উপদেষ্টা হরিচরণ দাস, রিপন কুর্মি, সঞ্জিত চন্দ্র, দলদলি চা বাগানের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সুদেন দাস, অমল দাস, ক্রীড়া সংগঠক কিবরিয়া আহমদ, মাল্লিচড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি জিতেন সবর, মাল্লিচড়া চা বাগান যুব সমাজের সভাপতি জয় মাহাতু, ৬নং টুকের বাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাম বাহাদুর, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া অনুরাগী রফিকুল ইসলাম, আম্বরখানা পুলিশ ফাড়ির ইনচার্জ মফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দলদলি যুব সংঘের সহ-সভাপতি শক্তি ভট্রাচার্য, সাধারণ সম্পাদক অপু দাস, সহ-সাধারণ সম্পাদক সবুজ বাউরি, অনুকুল দাস, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ, অর্থ সম্পাদক বাবন শিল, ক্রীড়া সম্পাদক শ্যামল মুন্ডা, সহ-ক্রীড়া সম্পাদক আপন দাস, সদস্য সুভাশ বাউরি, আকাশ মুন্ডা, সাজন দাস, বঙ্গুলাল মুন্ডা, রতন দাস, আব্দুল খালেক, হাবিবুর রহমান, লিটন গঞ্জু, লিটন দাস, প্রমুখ ।
উক্ত ফাইনাল খেলায় টাইব্রেকারের মাধ্যমে ৩-৪ গোলে আশার আলো ফুটবল একাদশকে হারিয়ে কুসুম ভেরাইটিজ ষ্টোর ফুটবল একাদশ বিজয়ী হয়। সেরা গোল রক্ষক বিষ্ণু উরাং ও ম্যান অব দ্যা ম্যাচ হন শাওন দাস। বিজ্ঞপ্তি