জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সুনামগঞ্জে নাগরিক সংলাপ

3

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
‘দেশে কোন শুদ্ধাচার নেই, যে যার ইচ্ছে মতো চলছে। স্বাধীনতার ৫০ বছর পরও শুদ্ধাচার নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। দেশের সকল স্তরে অসদাচরণ প্রতিষ্ঠিত হয়ে আছে। আমরা মিথ্যাচার লিখে প্রতিদিনই বিতরণ করছি। সুতরাং রাষ্ট্রীয়ভাবে শুদ্ধাচার নিশ্চিত না হলে নাগরিকরা উৎসাহিত হবে না।
রাষ্ট্র ও সমাজের সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধাচার চর্চার বিকল্প নেই এই আহ্বান কে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক সুজন সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
শুক্রবার সন্ধ্যায় সুজন সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সুজন কার্যালয়ে জেলা সহসভাপতি আলী হায়দার এর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। প্রধান আলোচক ছিলেন, মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানের চেয়ারম্যান ফৌজি আরা শাম্মী।
সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সুজনের নির্বাহী কমিটির সদস্যপ্রৈথম আলো নিজস্ব প্রতিবেদন ভলিল রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের একাউন্টস অফিসার কুদরত পাশা।
সংলাপে বক্তব্য রাখেন, জেলা সুজনের সহসভাপতি সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ জয়িতা শাহিনা চৌধুরী রুবি, অ্যাডভোকেট হেলিনা আক্তার, ফারুক রশিদ, শহীদ নুর আহমেদ, নুরুল হাসান আতাহের, মনিরা চৌধুরী, আক্তার হোসেন, আফাজ মনি, মনোয়ার হোসেন, টিপু সুলতান, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম প্রমূখ।
নাগরিক সংলাপে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।