তৈয়ব আলী ডিগ্রি কলেজে আইসিটি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী ইমরান ॥ শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে দরকার মানসম্মত শিক্ষা

5
জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত চারতলা বিশিষ্ট নান্দনিক আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। প্রবাসী কল্যাণ মন্ত্রী শুক্রবার বিকেলে জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত চারতলা বিশিষ্ট নান্দনিক আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশ্যে এ কথা বলেন।
এ সময় মন্ত্রীর সাথে ছিলেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল হক, পুলিশ সুপার ফরিদ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. এনামুল হক সরদার, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান, জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ, মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাইফুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, নিজপাট ইউপি চেয়ারম্যান মো, ইয়াহিয়া।
উদ্বোধনের পরে কলেজের আইসিটি ভবনের নতুন সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় কলেজের অধ্যক্ষ মফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্ণিং বডির সভাপতি ডা. আশিক আনোয়ার বাহার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম। কলেজের শিক্ষক ফারুক আহমদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সমাজসেবী আমিরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, কলেজের উপাধ্যক্ষ কামরুল আহমদ সেরগুল, সহকারী অধ্যাপক আইয়ুব আলী, আবুল খায়ের, তপন কুমার নাথ, নন্দন দত্ত, শাহানা বেগম, খসরু নোমান, প্রভাষক হোসেন আহমদ আম্বিয়া, আনোয়ার হোসেন, আফরিন সুলতানা সোমা প্রমুখ। বিজ্ঞপ্তি