বাংলার বিজয়

4

রফিকুল ইসলাম নাজিম :

প্রতিবছর বিজয়ের গানে,
মুখরিত হয় প্রিয় ভূখণ্ড।
হাওয়াতেই ভেসে বেড়ায়,
বিজয়ের কোলাহল।
দূর-দূরান্ত পেরিয়ে যায়,
বাংলা বিজয়ের গান।

শুধু বিজয়ের গান ধরে, প্রাণ জুড়ালো হবে না।
কেমন করে এসেছে বিজয়, চলো একটু খানি শুনি।

রক্তের ফোটায় ফোটায়
দিয়েছে তাজা প্রাণের বলি।
ক্ষুধার্ত শিশু আর্তনাদ
লাঞ্ছিত মায়ের বেদনা
রক্তাক্ত বাবার চেতনায়।
এক সাগর রক্ত পাড়ি দিয়ে।
এসেছে এই বিজয়, বাংলার বিজয়।