বিজয় দিবস

2

সাজিয়া ইসলাম দিবা :

ডিসেম্বর এলে সবার ঠোঁটে বিজয়ের হাসি ফোটে,
বায়ান্ন একুশের তাজা রক্ত যেন পথে প্রান্তরে লোটে,

স্বাধীনতার স্বাদ পাওয়া,
ইচ্ছে মত হারিয়ে যাওয়া,
মাতৃভাষায় কথা বলা,
ফসলের খেতে নির্বাধ চলা,
মনে মনে স্বপ্ন বোনা,
সবুজ আশায় দিন গোনা,
হালকা শীতে সর্ষে ফুলের মৃদু দোলা,
পিঠা পুলি আর শুভ্র শিউলীতে মন ভোলা,
লাল সবুজ পতাকা হাতে বিজয়ের মিছিল,
ছেলে হারানোর শোকে বৃদ্ধ পিতা মাতা কাঁপাচ্ছিল,
বিজয় দিবস যেন এদেশে সঠিক অর্থে পালন হয়,
রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার মান যেন অক্ষুন্ন রয়।