জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ

12

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭ ডিসেম্বর মঙ্গলবার দিন ব্যাপী উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীরা তাদের সমর্থকদের সাথে নিয়ে মিছিল সহকারে পছন্দের প্রতীক নেন।
নির্বাচনে কলকলিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলাল হোসেন রানা, স্বতন্ত্র প্রার্থী রফিক মিয়া, পাটলি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আংগুর মিয়া, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান আতিক, সিরাজুল হক, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাজী আবদুল গফুর, স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম বকুল, আরশ মিয়া, রাণীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ ছদরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী ছালিক মিয়া, সিরাজুল ইসলাম আশিক, শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল হাসান, আশারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস ছাত্তার, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তারেক রহমান নিপু, পাইলগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সুন্দর উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মখলুছ মিয়া সহ ৭ ইউনিয়নে মোট ৩৬ জন চেয়ারম্যান প্রার্থী ও নারী সদস্য পদে ৮৯ জন এবং সাধারণ সদস্য পদে ২৩৪ সহ ৩৫৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার মুজিবুর রহমান, গোলাম সারোয়ার ও শওকত ওসমান মজুমদার।