সিলেটের ৮১ ইউপিতে প্রতীক বরাদ্দ, আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন প্রার্থীরা

3

কাজিরবাজার ডেস্ক :
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ৮২টি ইউনিয়নের মধ্যে ৮১টি তে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক পেয়েই প্রচারণায় নেমে পড়েছেন চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার পদপ্রার্থীগণ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক প্রচারণা।
৪র্থ ধাপে বিভাগের ৮২ ইউপিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা সংক্রান্ত জটিলতার কারণে প্রতীক বরাদ্দের দিনে সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলার ১টি ইউনিয়নের নির্বাচন স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট উপজেলার নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে প্রতীক বরাদ্দ নেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগণ।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে দেশের ৮৪০টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল ২৩ ডিসেম্বর। পরবর্তীতে ভোটগ্রহণের তারিখ পিছিয়ে ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়। তফসিল অনুযায়ী ৪র্থ ধাপের নির্বাচনের ৮২ ইউপিতে মনোনয়নপত্র দাখিল ২৫ নভেম্বর, বাছাই ২৯ নভেম্বর, আপিল ৩০ থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দের নির্ধারিত তারিখ ছিল ৭ ডিসেম্বর।