শ্রীমঙ্গলের রাজঘাট চা বাগানে শহীদ পবন কুমার তাঁতী স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও র‌্যালি

8

পিন্টু দেবনাথ মৌলভীবাজার থেকে :
চা শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে প্রথম গ্রাজুয়েট, মুক্তিযুদ্ধের সংগঠক ও ‘৭১-এর শহীদ পবন কুমার তাঁতী স্মরণে শ্রীমঙ্গলের রাজঘাট চা বাগানে রবিবার (৫ ডিসেম্বর) সকালে সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে পুস্পস্তবক অর্পন ও র‌্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৭নং রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি, ইউপি সদস্য সুমন তাঁতী, পঞ্চায়েত সম্পাদক অনিল তাঁতী, শিক্ষক মাধবী তাঁতী, রিসনা বুনার্জী, শয়ন তাঁতী, সীমা তাঁতী, রাজঘাট ছাত্র সংগঠনের উপদেষ্টা রিপন বোনার্জী, সম্পাদক পল্লব কুমার তাঁতী, আওয়ামীলীগ নেতা সেলিম আহমদ, সমাজসেবক ধীমান বসাক বিশ্বকেতু তাঁতী, অলকুমার ভীম, মানস মাদ্রাজী, তরু তাঁতী, আলোর দিশারী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শহীদ পবন তাঁতী পরিবারের সদস্যবৃন্দসহ রাজঘাট চাবাগানের শ্রমিক, যুবক ও ছাত্রছাত্রীবৃন্দ।