বাউল কামাল পাশার ১২০তম জন্মবার্ষিকী কাল

11

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
‘দীন দুনিয়ার মালিক তুমি দ্বীলকি দয়া হয়না’ ও ‘প্রেমের মরা জলে ডুবেনা’ সহ প্রায় ৬ হাজার গানের রচয়িতা গানের সম্রাট কামাল পাশার (কামাল উদ্দিন) ১২০ তম জন্মবার্ষিকী ৬ ডিসেম্বর। এ উপলক্ষ্যে ৬ ডিসেম্বর সোমবার দিনভর সুনামগঞ্জ জেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারসহ ঢাকা-সিলেট ও দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের উদ্যোগে পৃথক পৃথক আলোচনা সভা ও কামালগীতি পরিবেশনের আয়োজন করা হয়েছে।
মহান এই সঙ্গীত সাধকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন আসরে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া কামালগীতি পরিবেশন ও উদ্ধারসহ প্রত্যেকটি কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য দেশের সকল সংস্কৃতিসেবীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ এর সভাপতি মহিবুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক বাউল আল-হেলাল এবং কামাল পাশা স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি বাউল সাহেব উদ্দিন ও সাধারণ সম্পাদক শিল্পী আবুল কাশেম চৌধুরী।