আইডিয়া’র উদ্যোগে সিলেটে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২১ উদযাপন

3

আইডিয়া’র উদ্যোগে বৃহস্পতিবার সিলেটে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন করা হয়েছে। ফাউন্ডেশনের শ্লোগান “দেশ কল্যাণ, দারিদ্র্যবিমোচন,কর্মপরায়ণ, উদ্ভাবন; বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর মানস ও মনন” সামনে রেখে, ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় সিলেট জেলায় কর্মরত ৭টি এনজিও যথাক্রমে আইডিয়া, আরডিসি, জেছিস, আরডব্লিউডিও, এওয়ার্ড, এসডিএস, স্র্যাক, বেলা, পাসকপ, সনাক, একডো এবং হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশ এর অংশগ্রহণে আইডিয়া কেন্দ্রীয় অফিস উপশহরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন নজমুল হাক, নির্বাহী পরিচালক, আইডিয়া সিলেট। সভার শুরুতে নজমুল হক নির্বাহী পরিচালক, আইডিয়া, স্বাগত বক্তব্য রাখেন এবং উপস্থিত, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অভিনন্দন জানান। তামান্না আহমদ বিএনএফ দিবস ২০২১ উদযাপন উপলক্ষে এর তাৎপর্য ও বিএনএফ এর কার্যক্রম বিষয়ক একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন।
স্বাগত বক্তব্যে নজমূল হক বলেন, আজকের সভাটি খুবই সময়-উপযোগী আমাদেরকে এনজিওদের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যে অগ্রগতি অর্জন করেছিলাম তাতে বাংলাদেশে কর্মরত এনজিওদের বিশাল ভূমিকা রয়েছে। সরকার এবং এবং এনজিও সবাই মিলে একসাথে কাজ করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। এনজিও’র ফান্ড কমে যাওয়ার কারণে বিশাল জনসংখ্যা চাকুরী হারাচ্ছেন তা আমাদের উন্নয়নের পথে বাধা। এনজিওদের কাজে সরকারকে আরও বেশী করে সহযোগিতা প্রদান করতে হবে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এনজিওদেরকে যে সহায়তা প্রদান কনের তা খুবই কম এই সহযোগিতা দিয়ে দীর্ঘমেয়াদী সাফল্য আসবেনা, দীর্ঘ সময়ব্যাপী কর্মসূচি সহায়তা না দিলে প্রকৃত উন্নয় বাধাগ্রস্ত হবে। পাশাপাশি বিএনএফ মনিটরিং এর ক্ষেত্রে উন্নয়ন মানসিকতার মানুষদের যুক্ত করার জন্য সরকারকে আহবান জানান তিনি। বিভিন্ন এনজিওদের পক্ষে আবুল কালাম আজাদ, এটিএম বদরুল ইসলাম এবং মো: আব্দুল হামিদ ও সমিক সহিদ জাহান বলেন- আমরা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর পক্ষে সরকারের কাছে আহবান জানাই এনজিওদের আরও বেশী করে কাজের সুযোগ তৈরী করে দেওয়ার জন্য, পাশাপাশি আমরা বিএনএফ-কে আহবান জানাচ্ছি, সিলেট থেকে আরও অধিক সংখ্যক এনজিও-কে অনুদান সহায়তা প্রদান করার জন্য। আমরা বিশ্বাস করি সরকারের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যেভাবে এনজিওরা অবদান রেখেছে ঠিক একইভাবে স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে আমরা কার্যকর ভূমিকা রাখতে পারব। বিজ্ঞপ্তি