সাইক্লোনের ১৯০ তম সাহিত্য আসর ॥ লেখালেখিতে সাফল্যের জন্যে প্রচুর অধ্যয়ন ও নতুন আঙ্গিকে লেখা উপস্থাপনের প্রচেষ্টা চালাতে হবে

3

‘লেখালেখিতে সাফল্য অর্জনের জন্যে নিষ্ঠা, প্রচুর অধ্যয়ন এবং নিরন্তর নতুন আঙ্গিকে লেখা উপস্থাপনের প্রচেষ্টা চালাতে হবে। বিশেষ করে লেখকদেরকে নিয়মিত লেখালেখি ও অধ্যয়ন করতে হবে।’
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে গত সোমবার বিকালে অনুষ্ঠিত ১৯০তম সাহিত্য আসরে বক্তারা একথা বলেন।বিশিষ্ট শিক্ষাবিদ কবি অধ্যাপক মুক্তার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুটো গ্রন্থ নিয়ে আলোচনা পাঠ করেন ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার ও কবি ইফতেখার শামীম। সাইকেøানের সাহিত্য সম্পাদক কবি নাঈমা চৌধুরীর সঞ্চালনায় সাহিত্য আসরে কবিতাসহ পঠিত লেখার উপর আলোচনায় অংশ নেন গল্পকার সেলিম আউয়াল, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ, রম্যলেখক এডভোকেট হারান কান্তি সেন, ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন, কবি কামাল আহমদ, কবি তাসলিমা খানম বীথি প্রমুখ। বিজ্ঞপ্তি