পররাষ্ট্রমন্ত্রী ও মেয়র আরিফ যখন নির্মাণ শ্রমিক!

10
সিলেটে ১শ’ আশ্রয়হীন শিশুর জন্য গড়ে তোলা ‘দ্যা গাডিয়ান এন্ড অর্ফান ডিলেজ’ এর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

স্টাফ রিপোর্টার :
প্রবাসীদের অর্থায়নে ৫ কোটি টাকা ব্যয়ে সিলেটে ১০০ আশ্রয়হীন শিশুর জন্য গড়ে তোলা হচ্ছে ‘দ্যা গার্ডিয়ান এন্ড অর্ফান ভিলেজ’। বৃহস্পতিবার ২ ডিসেম্বর সেই প্রকল্পটি উদ্বোধন ও পরিদর্শন করতে এসে অভিভূত হয়ে পড়লেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন।
উদ্বোধন শেষে অনুষ্ঠানস্থল থেকে পা পা করে এগিয়ে গিয়ে হাতে তুলে নিলেন নির্মাণ শ্রমিকদের ‘কুরনি’ (রাজমিস্ত্রিদের ব্যবহৃত লৌহযন্ত্র)। নির্মাণাধীন ভবনের দেওয়ালে বালি-সিমেন্টের প্রলেপ দিয়ে একের পর এক গেঁথে দিতে শুরু করলেন ইট। যেন পাকা রাজমিস্ত্রি তিনি! এসময় অতিথিবৃন্দ, অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, ক্যাপ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও নির্মাণ শ্রমিকসহ উপস্থিত সকলের মুহুর্মুহু করতালিতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় সিলেটের কৃতিসন্তান ড. এ কে আব্দুল মোমেনকে।
পররাষ্ট্রমন্ত্রীর পর একে একে কুরনি হাতে নিয়ে স্বল্প সময়ের জন্য ‘নির্মাণ শ্রমিক’ হয়ে যান সিলেট সিটি করপোরেশেনের (সিসকি) মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী।
বৃহস্পতিবার ২ ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টায় সিলেট সদর উপজেলার ছালিয়া এলাকায় কমিউনিটি এগেইনস্ট পভারটি (ক্যাপ)-এর আর্থসামাজিক প্রকল্প ‘দ্যা গার্ডিয়ান এন্ড অর্ফান ভিলেজ’র উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশেনের (সিসকি) মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ক্যাপ ফাউন্ডেশনের সিইও মো.আব্দুল নূর, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ট্রেজারার আলম হাসান রউফ ও এ্যাম্বাসেডর নাজ চৌধুরী।