দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্বে মো: মতিউর রহমান

5

দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যাপক মো: মতিউর রহমান গত ৩০ নভেম্বর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত ২৯ নভেম্বর কলেজের অধ্যক্ষ মো. শামছুল ইসলাম অবসর গ্রহণ করায় শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশির নির্দেশনা অনুযায়ী তাকে এ দায়িত্ব দেয়া হয়। কলেজের জ্যৈষ্ঠতম অধ্যাপক মো. মতিউর রহমান ১৯৯৩ সাল থেকে অত্র কলেজে গণিত বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রীধারী মো. মতিউর রহমান দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কলেজের ছাত্রছাত্রীদের প্রিয় শিক্ষক মো. মতিউর রহমান চাকুরীকালীন সময়ে বেশ কয়েকটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। কলেজের একাডেমিক কার্যক্রম ছাড়া ও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার সুষ্টু পরিবেশ ও সার্বিক উন্নয়নে তার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে সকলের প্রত্যাশা। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি