জগন্নাথপুরে দু’পক্ষের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ সহ আহত ৫০, আটক ৩

8

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইসহাকপুর গ্রামের প্রবাসী উস্তার আলী ও বদরুল ইসলামের লোকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এর আগেও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে ১ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে সামাদ মিয়া, আলাল মিয়া, আরিফ হোসেন, ছায়েম আহমদ, সবুজ মিয়া, রাসেল মিয়া, দিলদার হোসেন, সাজিবুর রহমান, মমিত মিয়া, শামসুন্নুর, শামসুল ইসলাম, মাহবুব হোসেন, নোমান আহমদ, রাহেল আহমদ, এলাইছ মিয়া, শাহিন উদ্দিন, রাহেল মিয়া, সাইফুর রহমান, আবদুস সামাদ, মাহমুদ আলী, শফিক মিয়া, আলীনুর, রুবেল মিয়া, আনোয়ার হোসেন, আয়শা বেগম, আশিকুল বিবি, আলেয়া বেগম, আখলুছ মিয়া, ইমরান আহমদ, আনছার মিয়া, ছান্দু মিয়া, আবদুর রশিদ, পারভেজ মিয়া ও আবরুছ মিয়া সহ উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হন।
আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে কর্মরত ডা.জাহিদুল ইসলাম ও মোবারক হোসেন জনি জানান, আহতদের মধ্যে ১ জন ব্যতিত সবাই গুলিবিদ্ধ হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় জগন্নাথপুর হাসপাতালে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল রোগীদের চিকিৎসায় সহযোগিতা করেন এবং সন্দেহজনক ভাবে ৩ জনকে আটক করা হয়।