জগন্নাথপুরে পলো-বাওয়া উৎসবে মাছ ধরতে জনতার ঢল

5

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে গ্রাম বাংলার ঐতিবাহী পলো-বাওয়া উৎসবে প্রতিযোগিতা করে মাছ ধরতে উৎসুক জনতার ঢল নেমেছে। প্রতি বছরের মতো এবারো জগন্নাথপুর পৌর এলাকার ভবের বাজার নদীতে পলো-বাওয়া উৎসব হয়েছে।
২৭ নভেম্বর শনিবার ভবের বাজার নদীতে স্থানীয় লুদরপুর, ইসহাকপুর, এনায়েতনগর, রতিয়ারপাড়া, শ্বাসনহবি সহ কয়েকটি গ্রামের শতাধিক উৎসুক জনতা পলো-বাওয়া উৎসবে অংশ নেন। এ সময় নদীতে থাকা কচুরিপানা সরিয়ে পলো দিয়ে মাছ ধরতে কিছুটা কষ্ট হলেও প্রতিযোগিতামূলক ভাবে মাছ ধরার আনন্দ ছিল আলাদা। কম-বেশি সবাই মাছ পেয়ে বেজায় খুশি হয়েছেন। এ সময় পলো-বাওয়া উৎসব দেখতে নদীপাড়ে ভীড় জমান উৎসুক জনতা। এ যেন গ্রাম বাংলার চিরাচরিত প্রতিচ্ছবি। মনোমুগ্ধকর দৃশ্য। যা বাঙ্গালি জাতিকে করেছে সমৃদ্ধ।