পরিবহন ধর্মঘটে সিলেটে পরীক্ষার্থীদের পাশে রাইডার্স ক্লাব

2

স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগে হঠাৎ পরিবহন ধর্মঘট ডাকার কারণে চলমান এসএসসিসহ অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণকারীরা পড়েন চরম বিপাকে। তাই তাদের কথা বিবেচনা করে পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছে দিতে পাশে দাঁড়ায় সিলেট রাইডার্স ক্লাব ও সেভ সিলেট নামের দুইটি অর্গানাইজেশন। তারা তাদের বাইকারদের মাধ্যমে সোমবার (২২ নভেম্বর) সিলেট শহরের বিভিন্ন পয়েন্টে পরীক্ষার্থীদের ফ্রি মোটর বাইক সার্ভিস সেবার মাধ্যমে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দেন।
সরেজমিনে দেখা গেছে, নগরীর শেখঘাট পয়েন্টে বেশ কিছু মোটরসাইকেল দাঁড়িয়ে থেকে পরীক্ষার্থীদের ডেকে নিয়ে বিনামূল্যে পৌঁছে দিয়েছেন নিজ নিজ পরীক্ষার কেন্দ্রে।
এ ব্যাপারে সিলেট রাইডার্স ক্লাবের সভাপতি গোলাম রহমান শিপু জানান, এসএসসি পরীক্ষা জানার পরও পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে কর্মবিরতির নামে ধর্মঘট আহ্বান করেছে। এতে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছে দেয়া নিয়ে চিন্তিত অভিভাবকরা। এমন পরিস্থিতিতে সিলেট রাইডার্স ক্লাব পরীক্ষার্থীদের পাশে রয়েছি। আমরা সকাল থেকে সিলেটের বিভিন্ন পয়েন্টে বাইকারদের মধ্যে পরীক্ষার্থীদের তাদের স্ব স্ব কেন্দ্রে বিনামূল্যে পৌঁছে দিয়েছি।