করোনায় ২৪ ঘন্টায় সিলেটে একজন শনাক্ত, ১৪ জন সুস্থ

3

স্টাফ রিপোর্টার :
সিলেটে কমতে শুরু করেছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে সুস্থতা। সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১জন। সর্বশেষ ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ০.১৯ ভাগ। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে এমন তথ্য।
রবিবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২২ নভেম্বর) সকাল ৮টার মধ্যে সিলেটে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৪ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯ হাজার ২৯১ জন। এছাড়া করোনায় সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ১১৮০ জনের। এর মধ্যে ওসমানী মেডিক্যাল হাসপাতালে ১১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সিলেট জেলায় করোনায় মৃতের সংখ্যা ৮৬৮ জনের। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭৪ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে মৌলভীবাজারে ১জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ৫২৬ জনের নমুনা পরীক্ষা করে তাকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ০.১৯ ভাগ। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৯৪৭ জন। এর মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৮৫৭ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৮৭৩ জন। সুনামগঞ্জের ৬২৪৫ জন, মৌলভীবাজারের ৮১৭১ জন ও হবিগঞ্জের ৬৬৫৭ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১৪ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৯ হাজার ২৯১ জন। তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে সিলেট জেলার কোন হাসপাতালে কোন রোগী ভর্তি নেই।