সিলেটে অপরাজিতা’র নীতিমালা বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা

2

প্রিপ ট্রাস্ট অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প কর্তৃক আয়োজিত সিলেট জেলার নীতিমালা বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা সিলেট সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ নভেম্বর) সকালে নীতিমালা বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভায় সিলেট জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মাজেদা রওশন শ্যামলীর সভাপতিত্বে ও সিলেট জেলা প্রোগ্রাম কো অরডিনেটর ইখতেহার হোসেন মৃধার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ এমদাদুল হক।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ সিলেট জেলা শাখার সভাপতি সালমা বাছিত, সহ সভাপতি নাজনীন হোসেন, সিলেট জেলা বিএনপি মহিলা দলের সহ সভাপতি সামিয়া চৌধুরী, মহানগর মহিলা দলের সভাপতি জাহানারা ইয়াসমিন, জাতীয় পার্টি নেতা আতিকুর রহমান।
এসময় প্রকল্প থেকে উপস্থিত ছিলেন সিবিসি আব্দুর রাজ্জাক, জেন্ডার এন্ড ট্রেনিং অফিসার পরিমল চন্দ্র দেব, একাউন্ট কো অডিনেটর সালমা বেগম, জেলা প্রকল্প অফিসার শিহাবুল ইসলাম খান, মনিটরিং এন্ড ইভালুএশেন কো অডিনেটর অফিসার জুলিয়ানা রত্না গোমেজ, সিলেট সদর উপজেলা সমন্বয়কারী শামীমা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি