দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

5
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে শুক্রবার (১৯ নভেম্বর) বাদ আসর সিলেট নগরীর জিন্দাবাজারস্থ বাইতুল আমান জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর য্বুদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, মহানগর সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা যুবদলের সদস্য এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর সদস্য আনোয়ার হোসেন মানিক, জেলা সদস্য আখতার আহমদ, মহানগর সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, শাহিবুর রহমান সুজান, সুহেল মাহমুদ, জেলা সদস্য লিটন আহমদ, কয়েছ আহমদ, মহানগর সদস্য এমদাদুল হক স্বপন, জেলা সদস্য মাহফুজ চৌধুরী, মহানগর সদস্য এম. এ মতিন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, জেলা সদস্য রায়হান আহমদ, মহানগর সদস্য মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জেলা সদস্য আলি আহমদ আলম, মহানগর সদস্য মির্জা সম্রাট, ইসহাক আহমদ, যুবদল নেতা অর্জুন ঘোষ, এনামুল হক সুহেল, সাহেদ আহমদ, ফয়েজ আহমদ লিটন, সুমন চক্রবর্তী, শহিদুজ্জামান সুমন, দক্ষিণ সুরমা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি, সদর উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনুল হক, যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ, ১১নং ওয়ার্ড আহ্বায়ক খালেদ আহমদ, ২৭নং ওয়ার্ড যুবদেলর আহ্বায়ক মঈন খান, ৭নং ওয়ার্ড সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওছার খান, ৫নং ওয়ার্ড সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজির আহমদ, ৬নং ওয়ার্ড সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিয়ান আহমদ রিপন, ২৪নং ওয়ার্ড সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকুয়ান হোসেন, ১৬নং ওয়ার্ড সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক খান, ১১নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ, ৪নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক শরিফ আহমদ, ১১নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক মিনহাজ আহমদ।
আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা আফজল খান পাপলু, আহমদ সিপন, তানবির আহমদ, হিবজুর বিশ্বাস রাজু, হুমায়ুন কবির তালুকদার, সাঈদ আহমদ দিপক, আবু সুফিয়ান, মো: খছরুজ্জামান, রহমত আলী টিটু, আলী ইসলাম, দুলাল আহমদ, আরমান আহমদ মুন্না, আরমান খান, ওয়াহিদ আহমদ, ফুল মিয়া, হেলাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি