শীতের বুড়ি

4

গোলাম আযম :

হিম কুয়াশার চাদর গায়ে
এলো শীতের বুড়ি,
কনকনে ওই হিমেল হাওয়ায়
পড়ে হাতে চুড়ি।

থরথরে যে কাঁপে বসে
বৃদ্ধ যুবক নারী,
গরম জামা পড়ে গায়ে
থাকে সবাই বাড়ি।

পিঠা তৈরীর ধূম পড়ে যায়
বাংলার ঘরে ঘরে,
কৃষক বধূ মন খুশিতে
পিঠা তৈরী করে।

খেজুর রসের সাথে মুড়ি
খেতে ভারী মিষ্টি,
খাওয়ার পরে মন খুশিতে
টাপুর টুপুর বৃষ্টি।