শৈশব স্মৃতি

12

মামুন সরকার :

ঝরনা ছিলো শৈশবকালের খেলার সাথি
তাকে নিয়ে ভাবনা ছিলো দিবারাতি।
ঝরনা মিলা হাসনা রাখি
সব খেলাতে তাদের রাখি
গোল্লাছুট আর কানামাছি খেলতে গিয়ে
অনেক মজা করতাম সবে তাদের নিয়ে।
দৌঁড়ের ছলে যেতাম নুয়ে
দিতো তারা গা’টা ছুঁয়ে
সন্ধ্যা হলে মন বসতো না কোনো রকম পাঠে
মনটা আমার পড়ে থাকতো শুধু খেলার মাঠে।
পড়তে গিয়ে বইয়ের ভাজে
চিঠি পেতাম কারুকাজে
সেই চিঠিটা পড়তে গিয়ে ভয়ে কাঁপতো বুক
লুকিয়ে সেই চিঠি পড়তে লাগতো কি যে সুখ।
ভাবি এখন দিবারাতি
হারালো কই খেলার সাথী
জানি আমি তাদের সাথে আর হবে না দেখা
স্মৃতির পাতায় তাদের জন্য এই ছড়াটা লেখা।।