দিরাইয়ে সম্প্রীতি সমাবেশ কুস্তি খেলায় নেতাদের মিলন মেলা

15

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ দিরাই পিএফজি ও দিরাই উপজেলার শ্যামারচর গ্রামবাসীর উদ্যোগে এবং জামালগঞ্জ পিএফজির সহযোগিতায় শ্যামারচর গ্রামের আখড়া মাঠ (সম্প্রীতির ময়দানে) সম্প্রীতি সমাবেশ ও কুস্তি খেলায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের মিলন মেলায় পরিনত হয়।
রহস্পতিবার দুপুরে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে দুই ধর্মের প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন। সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ দিরাই পিএফজি’র পিস এ্যাম্বাসেডর, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ-উ-দৌল্লার সভাপতিত্বে ও সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ দিরাই পিএফজি’র সমন্বয়কারী, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জামালগঞ্জ পিএফরি পিস এ্যাম্বাসেডর রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাদির আহমদ, সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জের প্রধান উপদেষ্টা, জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দি, দিরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট সুহেল আহমদ, দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জের সমন্বয়কারী মিসবাহ উদ্দিন, সহ সমন্বয়কারী মোর্শেদ মিয়া, নির্বাহী সদস্য, জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তালুকদার।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জ জেলা শাখার সহসমন্বয়কারী, দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া। বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, শ্যামারচর গ্রামের অমরচাঁদ দাস, ধরনী দাস, আব্দুল খালেক, গোপাল বৈষ্ণব, ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন, সহকারী শিক্ষক অসিত চৌধুরী, ভীমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আখতারুজ্জামান, জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল খয়ের, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ নাজেল, ভীশখালী ইউপি সদস্য তহুর মিয়া, সমাজসেবী নজরুল ইসলাম,কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু মিয়া, দি হাঙ্গার প্রজেক্টের মোজাম্মেল হক।
আলোচনা সভা শেষে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের মাহমুদপুর গ্রাম ও সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামের মধ্যে শুরু হয় কুস্তি খেলা। খেলায় ২-২ পয়েন্ট্রে ড্র হয়। খেলা আমিন হিসেবে পরিচালনা করেন সইদুর রহমান, আবুল কাশের ও হোসেন আহমদ।
মাহমুদপুর গ্রামের খালেদ আহমদ, ইউসুফ আলী, রিপন-১, রিপন-২, শিপর, শহিদুল্লাহ, ঝুনু মিয়া, মোয়াজ্জেম হোসেন, মোজাম্মেল, ফকির, হাহিদুল, পাবেল, রিয়াজ উদ্দিন, রাজনূর, সুহেল মিয়া ও রামনগর গ্রাম থেকে মোস্তাক আহমদ, কামরুজ্জামান, শাহ নূর আহমদ, আক্তার হোসেন, রাজু আহমদ, নোমান, তোয়ায়েল, সুফিয়ান, জায়েদ, জুনায়েদ ও সামায়ূন অংশ গ্রহণ করেন।