টিকা নিতে ওসমানী হাসপাতালে উপচেপড়া ভীড়

5

স্টাফ রিপোর্টার :
সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু সংখ্যা প্রতিদিনই কমছে। তাই প্রতিদিনই বাড়ছে টিকা নিতে আগ্রহীদের সংখ্যাও। প্রতিদিনই অসংখ্য মানুষ ভিড় করছেন নগরীর টিকাকেন্দ্র এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। উপচে পড়া এ ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালে টিকাদানে দায়িত্বরত নার্স ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা।
এতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হলেও মানবিক দিক বিবেচনায় কাউকেই টিকা না দিয়ে ফেরত দিচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার ১৮ নভেম্বর এ হাসপাতালের বহির্বিভাগের পঞ্চম তলার টিকাদানকেন্দ্রে টিকা দিতে যান একজন বলেন, অসংখ্য মানুষ লাইনে দাড়িয়ে আছেন। আর এতে স্বাস্থ্যবিধি ভেঙে লম্বা লাইনে ঘন্টাখানেকের বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে, ভিড় ধাক্কাতে হয়েছে। সবমিলিয়ে খুবই উদ্বেগজনক অবস্থা।
দুপুরে হাসপাতালে টিকাদানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে দেখা যায়, পাঁচ তলায় টিকাগ্রহীতাদের অপেক্ষা কেন্দ্র, টিকাদানের প্রতিটা বুথসহ মাঝখানের লবি, কোথাও একটুও দাঁড়ানোর জায়গা নেই। এছাড়া, টিকা নিতে আগ্রহীদের লাইন হাসপাতালের পাঁচ তলা থেকে দ্বিতীয় তলার সিঁড়ি পর্যন্ত দেখা গেছে।
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, এখন ফাইজারের টিকা প্রদান চলছে। তাই মানুষের প্রচুর ভীড়। ভীড় সামলাতে আমাদের একাধিক টিম কাজ করছে। মানুষজন বেশী হওয়ায় একটু সমস্যা হচ্ছে।