সুশাসন ও জাতীয় শুদ্ধাচার কৌশল পরিচিতিকরণ ও সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের সাথে মত বিনিময় সভা

4

সিলেট সিটি কর্পোরেশনে সুশাসন ও জাতীয় শুদ্ধাচার কৌশল পরিচিতিকরণ ও সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর ২০২১) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা ও জাতীয় শুদ্ধাচার কৌশল পরিচিতিকরণ বিষয়ক মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন সিসিকের সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা ও সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস।
মতবিনিময় সভায় অংশীজনের মধ্যে উপস্থিত ছিলেন সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোয়েশন সিলেট বিভাগীয় শাখার সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবীর প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, সহকারি প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য, লাইসেন্স কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মেয়রের সহকারি একান্ত সচিব মো. সোহেল আহমদ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ। বিজ্ঞপ্তি