রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার কর্মশালা সমাপ্ত ॥ যে কোন দুর্যোগে রেডক্রিসেন্টের প্রশিক্ষিত যুবকরাই অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়

2

রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্টের তিনদিন ব্যাপী কর্মশালা সমাপ্ত হয়েছে। ১৫ নভেম্বর সোমবার বিকালে মৌলভীবাজার জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের সভাপতি আলহাজ্জ মিছবাহুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ম্যানেজিং বোর্ডের নবনির্বাচিত সদস্য মস্তাক আহমেদ পলাশ।
যুব প্রধান মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট রাধা পদ দেব সজল, রেডক্রিসেন্ট সোসাইটির উপ- পরিচালক আব্দুস সালাম, সহকারী পরিচালক মেহেদি হাসান,ও এডভোকেট আবুল হোসেন, আহমদ হোসেন খান, নাজিম উদ্দিন খান প্রমুখ।
সভার অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ রেড ক্রিসেন্টের নবনির্বাচিত সদস্য মস্তাক আহমেদ পলাশ কে ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মস্তাক আহমেদ পলাশ বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি সবসময় আর্ত মানবতার সেবায় কাজ করে। এ ক্ষেত্রে যুবরাই হচ্ছে রেড ক্রিসেন্টের প্রাণ। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় যে কোন প্রাকৃতিক দুর্যোগে রেডক্রিসেন্টের প্রশিক্ষিত যুবকরাই অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। দেশের প্রয়োজনে প্রশিক্ষিত যুবকরা যেকোন দুর্যোগ সহনীয় পর্যায়ে নিয়ে আসতে ক্লান্তহীনভাবে কাজ করে। বিজ্ঞপ্তি