সবুজ সিলেটের ফটোগ্রাফার টিপু সাইবার মামলায় গ্রেফতার

76

দৈনিক সবুজ সিলেটের সিনিয়র ফটোগ্রাফার নিজাম উদ্দিন টিপুকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১ টা ১০ মিনিটের সময় নগরীর শিবগঞ্জ পয়েন্ট থেকে শাহপরান থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।সে এসএমপির শাহপরান (রহ.) থানার এফায়ার ভুক্ত মামলার পলাতক আসামী।
গত ১৭ অক্টোবর সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমানসহ পত্রিকার স্টাফ রিপোর্টার সৈয়দ বাপ্পি, রিদয়, নিজাম উদ্দিন টিপুসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শাহপরান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলা নং-১০।এ মামলায় সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান, স্টাফ রিপোর্টার বাপ্পি ও রিদয় উচ্চ আদালত থেকে জামিন নিলেও নিজাম উদ্দিন টিপু জামিন নেন নি। মামলার অধিকতর তদন্তের স্বার্থে নিজাম উদ্দিন টিপুকে রিমান্ডে আনা হচ্ছে বলে থানা সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর মুজিবুর রহমানসহ সিলেটের আরো ৩ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩(২)/২৪(২)/২৫(২)/২৬(২)/২৯(১)/৩১(২)/৩৫ ধারায় একটি মামলা রেকর্ড করে শাহপরাণ (র.) থানা পুলিশ। মামলা নং-১০। (খবর সংবাদদাতার)