কমলগঞ্জের রানীরবাজারে আগুনে পড়ল ৬টি দোকান, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

6

পিন্টু দেবনাথ মৌলভীবাজার থেকে :
মৌলভীবাজারের কমলগঞ্জের রানীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৯টায় হঠাৎ বাজারের পশ্চিম পাশের একটি দোকানে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকান গুলোতে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে ৯৯৯ কল দিয়ে ফায়ার সার্ভিসের সাহায্য চান। পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আগুন লাগার আধা ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ভবনের ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে বাবু স্টল, মন্ত্রী হোমিও হল, নাইম এন্টারপ্রাইজ, রফিক মিয়া, মনির মিয়া ও চেরাগ মিয়ার মুদি দোকানের মালামাল পুড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ওই দোকানের মালিক রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান।
আগুন নিয়ন্ত্রণের পর উত্তেজিত জনতা দেরিতে আসার অভিযোগ এনে ফায়ার সার্ভিসের গাড়ি আটকে রাখে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ জনতাকে শান্ত করেন।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঘটনার পর পরই তাঁদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।