হেমন্তকাল

2

মহিউদ্দিন বিন জুবায়েদ :

হেমন্তকাল ঝিঙে মাচায় ঝুলে
ছেঁয়ে আছে কুমড়ো ফুলে ফুলে।
ঝিলমিলে চায় আমন ধানের পাতা
খড়ের ঢিবির পাশেই ব্যাঙের ছাতা।

হেমন্তকাল বাগানবিলাস চালে
কচুরি পানা ফুটছে বিল খালে।
দোয়েল শিসে ভোরে ফোটে আলো
গাঁয়ের মানুষ সবার কাছেই ভালো।

কী যে ভালো সুঙকা বিলের পানি
গাঁয়ের মানুষ করে কানাকানি।
ডেউয়া তলায় মৌমাছিদের চাকে
ঢিল ছুড়ে ওই দুষ্টুগুলো ফাঁকে।