ওসমানীনগরে ইমামদের নিয়ে সূচনার পুষ্টি বিষয়ক কর্মশালা

3

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
সূচনা বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস প্রতিপাদ্য আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচির উদ্যোগে ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও এফসিডিও এর অর্থায়নে এবং সেভ দ্যা চিলড্রেন, ওয়াল্ড ফিস, আইডিই, হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও আইসিডিডিআরবি এর কারিগরী সহায়তায় বহুখাত ভিত্তিক সূচনা কর্মসূচির আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলার পুষ্টির উন্নয়নে অব্যাহত কাজের ধারাবাহিকতায় মঙ্গলবার গোয়ালাবাজর ইউনিয়ন পরিষদের হলরুমে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে কর্মশালাটি সম্পন্ন হয়েছে। এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালাম, আরডিআরএস বাংলাদেশের উপজেলা সমন্বয়কারী মো: মিজানুল হক, নিউট্রিশন অফিসার ঝন্টু লাল পাল, প্রেক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, আরডিআরএস এর ইউনিয়ন কো-অডিনেটর আবেদুর রহমান, ফিল্ড কর্মী সাজিদা সুলতানা।