ব্যাটারি চালিত যানবাহনের বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার আহ্বান

3

রিক্সা, ব্যাটারি রিক্সা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ, সিলেট জেলা শাখার উদ্যোগে রবিবার ৭ নভেম্বর বিকাল ৩টায় সিলেট মহানগর পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবু জাফর, চালক সংগ্রাম পরিষদের শহিদ মিয়া, মনজুর আহমদ, কোরবান আলী, খোকন আহমদ, হারুনুর রশিদ, মারুফ মিয়া প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে যখন সারাদেশে ব্যাটারি চালিত যানবাহন চলাচল করছে তখন কোন কারণে সিলেট নগরীতে ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় তাহলে প্রায় ১০ হাজার শ্রমিক ও তার উপর নির্ভরশীল ৫০হাজার মানুষের জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার।দেশের অর্থনৈতিক সংকট, বেকার সমস্যার পাশাপাশি সিলেট মহানগরে নাগরিক পরিবহন ও চালকদের কর্মসংস্থান, জীবন জীবিকার সংকটের বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখে সহৃদয় পদক্ষেপ নেয়ার প্রত্যাশা করা হয়। বিজ্ঞপ্তি