ঢাকার শহর

9

ইমন সোলায়মান :

ঢাকার শহর আজব শহর
অলিগলি পথ,
এই শহরের মানুষ গুলো
কঠিন মহা’রথ।

বাঁচার জন্যে যুদ্ধ করে
দিচ্ছে দেহের বল,
এই শহরে আছে অনেক
বড় বড় কল।

রাতের আঁধার নামে যখন
দেখায় টাকার সাজ,
এই শহরের অন্ধ মানুষ
রাতে দেখায় বাজ।

শ্রমের নামে রক্ত চুষে
সাহেব সেজে ত্রাস
এই শহরে টাকা হলে
মিলে ক্রীত’দাস।

অনাহারীর খাবার জুটে
খাচ্চে মোটা ভাত,
এই শহরে যায় না চেনা
কোনটা দিন, রাত!