জগন্নাথপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

2

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে “মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর শনিবার থানা ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও এসআই আবদুস ছত্তার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক শংকর রায়, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, মাওলানা আলী আসকর প্রমুখ।
এ সময় উপজেলার আশারকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ আবদুস ছাত্তার, রাণীগঞ্জ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি হাজী সুন্দর আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, পৌর কাউন্সিলর আলাল হোসেন, নারী কাউন্সিলর বাহারজান বিবি, সুবর্ণা শর্মা, শিল্পী বেগম, সাবেক ইউপি সদস্য জমির উদ্দিন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহিম আহমদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, অপরাধ প্রবণতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা প্রয়োজন। সব মিলিয়ে দেশপ্রেমে উদ্বুব্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা হলেও জগন্নাথপুরে হয়নি। আগামীতেও যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে লক্ষ্যে পুলিশের কড়া নজরদারি রয়েছে।