নাজিরবাজারে ট্যালেন্ট একাডেমীর ভিত্তিপ্রস্তর স্থাপন

5

দক্ষিণ সুরমার নাজিরবাজারে ট্যালেন্ট একাডেমীর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৯ অক্টোবর শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের প্রধান সড়কের পার্শ্বে ট্যালেন্ট একাডেমীর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবীণ শিক্ষক শামসুর রহমান, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মুহিত হোসেন, সমাজসেবী হেলাল আহমদ, জয়নুল হক আলম, সেবুল আহমদ, সিলেট মিলেনিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: সিরাজ উদ্দিন, সমাজসেবী জামাল আহমদ, আবুল কালাম হাশেম, আনোয়ার আলী, রইছ আলী, আছাব আলী, আব্দুল মোতালিব, মনির আলী, জিতু মিয়া, সেলিম আহমদ, সাহিদ আহমদ, জাহাঙ্গীর হোসেন, তারেক আহমদ, এবাদ চৌধুরী, আবুল বাশার, পানসুর আলী, দিপু আহমদ,আব্দুল ওদুদ, লেখন মিয়া, মইনুল আহমেদ,আবুল হাসান, সুফিয়ান আহমেদ প্রমুখ।
আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয়ে এক ঝাক নিবেদিত প্রাণ সমাজসেবী ও শিক্ষানুরাগীর প্রচেষ্টায় বৃহত্তর নাজির বাজার এলাকার শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিতে ট্যালেন্ট একাডেমীর কার্যক্রম শুরু হবে। আগামী ডিসেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম শুরু হবে। বিজ্ঞপ্তি