কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ও ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন ॥ দলের সকল স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাউন্সিলের বিকল্প নেই

15

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই বিএনপি গণতন্ত্রে বিশ^াস করে। বিএনপির মাধ্যমে দেশে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের দ্বারাতে গণতন্ত্র ব্যাহত হয়েছে। তারা ভোটে ক্ষমতায় যেতে পারবে না জেনেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে তারা দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়া প্রবর্তিত গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয়তাবাদী শক্তি দৃঢ় প্রতিজ্ঞ। তাই সর্বাগ্রে নিজ দলে গণতন্ত্রের বিকাশ ঘটাতেই সকল স্তরে কাউন্সিলের আয়োজন করেছে।
তিনি শনিবার রাতে কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ও ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস শহীদের সভাপতিত্বে, বিএনপি নেতা সাজ আহমদ সাজুর পরিচালনায় গাছবাড়ী বাজারে উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াত করেন উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলাম।
৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সম্মেলনে সর্বসম্মতিক্রমে জামাল উদ্দিনকে সভাপতি, সুয়াইব আহমদকে সাধারণ সম্পাদক, তাজ উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, সাদেক আহমদকে ১ম যুগ্ম সম্পাদক ও এখলাছুর রহমানকে সাংগঠিক সম্পাদক করে ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন বিএনপির সম্মেলনে এবাদুর রহমানকে সভাপতি, ফরিদ উদ্দিনকে সাধারণ সম্পাদক, রফিক আহমদকে সিনিয়র সহ-সভাপতি ও হারুন রশিদকে যুগ্ম সম্পাদক করে ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান ও ইশতিয়াক আহমদ সিদ্দিকী, কানাইঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আব্বাস উদ্দিন চেয়ারম্যান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফ্রান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মকবুল হোসেন, উপজেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন, হাজী জসিম উদ্দিন, নিজাম উদ্দিন, ফখরুজ্জামান পারভেজ, নাজিম উদ্দিন, সৌদী আরব জেদ্দা বিএনপির সহ-সভাপতি আবু বকর, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, উপজেলা বিএনপি নেতা আবুল বশর, দিলদার হোসেন শামীম, এডভোকেট নাসির সাদিক শিকদার, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক হারুন রশীদ, বিএনপি নেতা আব্দুর রহমান মেম্বার, মজম্মিল আলী, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, গাছবাড়ী আইডিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মজনু আহমদ ও সদস্য সচিব আবিদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি