দেশে জাতিসংঘের অধীনে নির্বাচন হবে – নবীগঞ্জে রেজা কিবরিয়া

7
নবীগঞ্জে সাংবাদিকদের সাথে কথা বলছেন ড. রেজা কিবরিয়া।

নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
দেশে জাতিসংঘের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বার্তা দিয়েছেন গণঅধিকার পরিষদের আহবায়ক ডাঃ রেজা কিবরিয়া। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে ব্যক্তিগত সফরে নিজের জন্মস্থান নবীগঞ্জ এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশে এসে দেখলাম জনগনের ভোট চুরি করে ক্ষমতায় আসা যায়। মৃত ব্যক্তিরা রাতের বেলায় ভোট দিয়ে যায়। কোনো অভিযোগ ছাড়া গায়েবী মামলা হয়। এখন আমাদের কাজ জনগণের অধিকার আদায় করার। ভোটের অধিকার ফিরিয়ে আনা। নিরদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের ব্যবস্থা তৈরী করা। এছাড়া দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। দু’টি ব্যবস্থায় আবারো দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। একটি হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে। আরেকটি জাতিসংঘের অধীনে। মানুষের উপর অন্যায়ভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এই সরকার। হাজার হাজার আলেমদের উপর নিমর্ম নির্যাতন চালিয়েছে এ সরকার। দেশের মানুষকে জালেম এর হাত থেকে রক্ষা পেতে হলে এই দুই ব্যবস্থায় নির্বাচন দরকার। রেজা কিবরিয়া বলেন, বিভিন্ন দেশে যেখানে গণতান্ত্রিক দেশে গণতন্ত্র প্রথা ধ্বংস হয়ে যায়। সেখানে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে দরকার হলে সৈন্য পাঠাবে। সবচেয়ে দুঃখজনক হলো আমাদের সেনাবাহিনী ও অন্য দেশে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছে। কিন্তু ২০১৮ সালে এব্যাপারে তারা ব্যর্থ ছিল। আমি তাদের উপরে আর ভরসা করতে পারি না। জাতিসংঘে অনেকের সাথে আমাদের আলোচনা হচ্ছে। তারা সুন্দর সাড়া দিয়েছে। আমি মনে করি এটা জনগনের যদি দাবী হয় তাহলে জাতিসংঘ ইনশাআল্লাহ একটা সহযোগিতায় আসবে। শুক্রবার বিকেল ৪ টায় নবীগঞ্জ নতুন বাজার মোড়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান।