ভেঁপু জুতো

4

আহমেদ কবির :

শিশুকালে প্রথম যবে
শিখি আমি হাঁটা,
ধপাস করে পড়ে যেতাম
বাড়িয়ে মোর পা টা।

একটু-আধটু হাঁটার পরে
সহসা দৌঁড় মারি,
ঘর ছাড়িয়া পথে ছুটি
কভূ পরের বাড়ি।

হামাগুড়ি দিয়ে কভু
ছুটতাম উঁচু-নিচু,
মুচকি হেসে মা জননী
ছুটতো যে মোর পিছু।

তা দেখিয়া ভেঁপু জুতো
কিনে দিল বাপে,
রঙিন বাতি উঠতো জ্বলে
ছোট্ট পায়ের চাপে।

ভেঁপু বাঁশির সুর শুনিতে
চাপ বাড়াতাম জুতোয়,
খিলখিলিয়ে হাসতাম লোকের
আঙুলের ঐ গুতোয়।