ছাতকে টোল আদায় বন্ধে মালিক ও শ্রমিক সমিতির সভা

7

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক পৌরসভা কর্তৃক শহরের প্রবেশ মুখে ট্রাক-কাভার্ড থেকে টোল আদায় বন্ধের দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে পৌরশহরের একটি রেস্টুরেন্টে এসভা অনুষ্ঠিত হয়। কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ চৌধুরী সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আলা উদ্দিন, কার্যকরী সভাপতি আনিছুর রহমান চৌধুরী সুমন, সহ-সভাপতি এমাদ উদ্দিন, রিয়াজ আহমদ রাজু, আবুল হোসেন, রেজাউল হক তালুকদার রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক কুহিন চৌধুরী, রিপন গুপ্ত, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম সাইদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম মাসুদ, প্রচার সম্পাদক নুরুজ্জামান মিয়া, সদস্য সাইফুর রহমান, কবির উদ্দিন, ট্রাক চালক শ্রমিক সংগঠনের সভাপতি মিন্টু ঘোষ, সাধারণ সম্পাদক আবির আহমদ অভি, সহ- সভাপতি সুহেল আহমদ, সাবেক সভাপতি কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, ছাতক পৌরসভার নামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্রাক- কাভার্ডভ্যান, ট্যাংকলরী থেকে ট্রিপ প্রতি টোল আদায় করা হচ্ছে। সরকারী নিয়ম- নীতির তোয়াক্কা না করে টোলের নামে প্রতি ট্রিপে অবৈধ ভাবে চাঁদা আদায় করছে পৌরসভা কর্তৃপক্ষ। যা সিলেট বিভাগের অন্য কোনো পৌরসভায় নেই। গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের এক সভার সিদ্ধান্তে টার্মিনাল ব্যতিরেকে অন্য কোনো সড়ক বা মহাসড়কে সিটি কর্পোরেশন ও পৌরসভার চাঁদা/টোল উত্তোলন বন্ধের নির্দেশনা রয়েছে। যা সরকারী গেজেট হিসেবে প্রকাশিত হয়েছে। এ গেজেট অনুযায়ী ছাতক পৌরসভার নামে যে টোল আদায় করা হচ্ছে তা সম্পূর্ণ অবৈধ। আগামী ২ নভেম্বরের মধ্যে পৌরসভা কর্তৃক আদায়কৃত অবৈধ টোল আদায় বন্ধ করার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি দাবী জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাতক ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও ট্রাক চালক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। সভায় এ দাবী আদায়ের লক্ষ্যে ছাতক ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলা উদ্দিনকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়।