প্রজাপতি

12

মোঃ এনামুল হক :

প্রজাপতি ও প্রজাপতি
তুমি বড় ভাগ্যবতী,
নানান রং তোমার গায়ে
থাকো বসে ফুলের নায়ে।

পাখায় তোমার এতো সাজ
মন আনন্দে করো নাচ,
ফুলের ওলি হয়ে বাঁচো
ফুল বাগানে এসে নাচো।

এ ফুল থেকে ও ফুলে
যাবে তুমি কোন কূলে?
ব্যস্ত তোমার দুটি ডানা
একটু বসো নেই তো মানা,
খুকুর বাগানে ফুটেছে আজ
জুঁই চামেলী গন্ধরাজ।

বসে দেখো খুকুর বাগানে
আদর দিবে আপন মনে,
প্রজাপতি ও প্রজাপতি
তুমি বড় ভাগ্যবতী।