কানাইঘাটে ধান ক্ষেত থেকে ১৩০ বোতল বিদেশী মদ উদ্ধার

4

স্টাফ রিপোর্টার :
কানাইঘাটের ধান ক্ষেত থেকে ১৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গত বুধবার রাতে এই মদগুলো পরিত্যক্ত অবস্থায় সিয়গারীপাড়া ২য় খন্ড থেকে উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে র‌্যাব-৯, স্পেশাল কোম্পানী (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কানাইঘাট থানার দরবস্ত বাজার এলাকায় অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,কানাইঘাট থানার বরবন্দ (সিংগারীপাড়া ২য় খন্ড) গ্রামস্থ’ জনৈক মৃত ফয়জল হকের বসতবাড়ির পিছনে ধান ক্ষেতের ভেতর কতিপয় মাদক
ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি উক্ত স্থানে উপস্থিত হয়ে বিদেশী মদ ১৩০ বোতল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামত কানাইঘাট থানায় জিডি মূলে হস্থান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।