সিকৃবির ছাত্রলীগের সম্প্রীতি সমাবেশ

6
সাম্প্রদায়িক সংহিসতার প্রতিবাদে সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের বিক্ষোভ সমাবেশ।

সারাদেশে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ ও কাঁঠাল চত্বর থেকে এ উপলক্ষে মিছিল বের করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার নেতাকর্মীরা। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে নানা শ্লোগানে মুখোরিত হয় ক্যাম্পাস। সমাবেশে ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং দেশরত্ন শেখ হাসিনার সকল প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করতে একটি সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশ সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত ষড়যন্ত্রে লিপ্ত। দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মৌলবাদী গোষ্ঠীর সকল ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশ ছাত্রলীগ মাঠে থাকবে’। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের ও বিভিন্ন বলয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সারাদেশে ছাত্রলীগের সম্প্রীতি সমাবেশ আয়োজনের ঘোষণা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সাম্প্রতিক সময়ে যে সাম্প্রদায়িক হামলা হয়েছে তার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টা কেন্দ্রীয়ভাবে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের সামনে সম্প্রীতি সমাবেশ করা হবে। বিজ্ঞপ্তি