জৈন্তাপুরে শেখ রাসেল’র ৫৭তম জন্মবার্ষিকী পালিত

8

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী পালিত করেছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যের মত এই নিষ্পাপ শিশুকেও ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল। দিনটি উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় শহীদ শেখ রাসেল সহ ১৫ আগষ্টে নিহত সব শহীদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলোমান হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমেদ, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তাপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রজিউল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসনাত, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, সহকারী প্রোগ্রামার অহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস, ছিদ্দিকুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, নিজপাট ইউনিয়ন আওয়ামীলগের সভাপতি আতাউর রহমান বাবুল, চিকনাগুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী, হিন্দু-বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুলাল প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামলীগ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জৈন্তাপুর প্রেসক্লাব, জৈন্তাপুর মডেল থানা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।