ঘনছায়া প্রকৃতির বন

21

মহিউদ্দিন বিন জুবায়েদ :

বইছে বাতাস মৃদু মৃদু হালকা শীতের ভোরে
নীলপাহাড়ে পাখির আসর একটুখানি দূরে।
শিশির ঝরে দুবলা চরে করে ঝিকিমিকি
হালকা রোদের মাখামাখি আনন্দ দেয় ঠিকই।

বকের ছানা চুপচাপ করে ঘুমোয় বাঁশের ঝাড়ে
খুব ভোরে পাতিহাঁসে বিলেঝিলে ডিম পাড়ে।
মুরগিগুলো খোয়ারে চুপ শাপলা ফুটে বিলে
কিচিরমিচি টুইট টুইট সুরের পাখি মিলে।

এই হলো ভোর স্বদেশ ভূমি রূপেরই পাঠশালা
পদ্মা মেঘনা গড়াই তিতাস কতই নদীনালা।
ঘনছায়া প্রকৃতির বন মনের চোখে দোলে
হালকা শীতে নদীর দু’কূল ভরে ফুলে ফুলে।